ওমানে করোনায় বেশি মৃত্যু ৬০ বছরের কম বয়সীর

করোনাভাইরাস (কোভিড -১৯) প্রবীণদের জন্য মারাত্মক হতে পারে এমন আশংখা থাকলেও ওমানে মধ্যবয়সী গোষ্ঠীর অনেকেই রেহাই পায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, দেশটিতে করোনায় প্রাণহানির মধ্যে ৬০ শতাংশের বেশি রোগী ছিলেন ৬০ বছরের কম বয়সী।

বুধবার পর্যন্ত ওমানে করোনাভাইরাসে মোট ১১৬ জন মারা যান, যার মধ্যে ৮০ বছর বয়সের বেশি লোকের সংখ্যা কেবল আট জন।

Travelion – Mobile

তবে এই করোনাভাইরাসে সার্বিক মৃত্যুর হার ওমানে খুব কম ছিল ০.৫ শতাংশ, যা বিশ্ব গড়ে দাঁড়িয়েছে ৬.৬৫ শতাংশ।

২০ বছর বয়সের নিচের কম বয়সীদের কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই তাদের নিরাপদ বলে মনে করা হচ্ছে। তবে ২০ থেকে ২৯ বছর বয়সের মধ্যে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান দেখা যাচ্ছে মোট মৃত্যুর মধ্যে ১৯ জন ৩০ থেকে ৩৯ বছর বয়সী, ২১ জন ৪০ থেকে ৪৯ বছরের মধ্যে, ২০ জন ৫০ থেকে ৫৯ বছরের মধ্যে, ২৭ জন ৬০ থেকে ৬৯ বছরের মধ্যে, ১৪ জন ৭০ থেকে ৭৯ বছরের মধ্যে এবং ৮ জন ৮০ বছরে উপরে।

এদিকে বুধবার পর্যন্ত ওমানে করোনাক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬২৯ জনে দাঁড়িয়েছে যার মধ্যে ১১ হাজার ৭৯৭ জন সুস্থ হয়েছেন। আইসিইউতে ১০২ জনসহ মোট ৩৬২ জন হাসপাতালেচিকিৎসাধীন আছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!