ওমানের সবচেয়ে উঁচু পতাকাদণ্ড, উদ্বোধন আগামী মাসে
আগামী মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ওমানের সবচেয়ে উঁচু পতাকাদণ্ড । রাজধানী মাস্কাটের মিনিস্ট্রিজ ডিস্ট্রিক্টের আল খুওয়াইর স্কয়ার প্রকল্পে স্থাপিত ১২৬ মিটার উঁচু এই পতাকাদণ্ডটি ওমানের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো, যা ৪০ তলা বিশিষ্ট একটি ভবনের সমতুল্য।
মাস্কাটে উদ্বোধন হওয়া ওমানি সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (OSHRM) এর ৮ম বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন, মাস্কাট পৌরসভার চেয়ারম্যান আহমেদ আল হুমাইদি।।
তিনি জানান, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বে ১০ মিলিয়ন ডলার ব্যয়ের এই যুগান্তকারী প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
১৩৫ টন ইস্পাত দিয়ে তৈরি, পতাকাদণ্ডটির বাইরের ব্যাস ২,৮০০ মিলিমিটার, যেখানে এর সর্বোচ্চ বিন্দুর ব্যাস ৯০০ মিমি।
ওমানের পতাকার মাত্রা ১৮ মিটার দৈর্ঘ্য এবং ৩১.৫ মিটার প্রস্থ। পতাকাদণ্ডটিতে বিমানের জন্য একটি সতর্কীকরণ আলোর ব্যবস্থা থাকবে।
আল খুওয়াইর স্কয়ার প্রকল্পটি ১৮,০০০ বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে বিভিন্ন ধরণের বিনোদনমূলক বৈশিষ্ট্য থাকবে, যেমন ঘাস, তালগাছ, হাঁটা এবং সাইকেল চালানোর জন্য নির্ধারিত পথ, একটি বহিরঙ্গন প্রদর্শনী এলাকা এবং একটি স্কেটবোর্ডিং এলাকা।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ