ওমানের পুরাতন মাস্কাট বিমানবন্দরকে রূপান্তরের পরিকল্পনা

ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) পুরাতন মাস্কাট বিমানবন্দরকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা করছে। এই বিমানবন্দরকে একটি আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার চিন্তা করা হচ্ছে, যেখানে থাকবে ইতিহাস, অবসর, বাণিজ্য ও পর্যটনের সংমিশ্রণ।

প্রস্তাবিত প্রকল্পে থাকবে একটি বিমান চলাচল বিষয়ক জাদুঘর, কেনাকাটার জন্য শপিং সেন্টার, রেস্তোরাঁ এবং নানা বিনোদন ও বাণিজ্যিক সুবিধা।

একসময় ওমান এয়ারের মূল ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই ঐতিহাসিক স্থানটিকে নতুন প্রাণ দিতে চায় কর্তৃপক্ষ। লক্ষ্য হলো বিমান চলাচলের ঐতিহ্য সংরক্ষণ করে একে মাস্কাট শহরের একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করা।

Travelion – Mobile

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে, সিএএ–এর সভাপতি ইঞ্জিনিয়ার নায়েফ আল আবরি জানান, এ প্রকল্পে বিনিয়োগের জন্য ইতিমধ্যে একাধিক প্রস্তাব জমা পড়েছে, যেগুলো বর্তমানে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনায় এমন কিছু করা হবে যা একদিকে অর্থনৈতিকভাবে লাভজনক, অন্যদিকে সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ।

Diamond-Cement-mobile

তিনি আরও বলেন, “এই প্রকল্পের উদ্দেশ্য হলো পুরনো বিমানবন্দরটিকে একটি জীবন্ত, আকর্ষণীয় গন্তব্যে রূপান্তর করা, যেখানে ইতিহাস ও আধুনিকতার সমন্বয় থাকবে।”

এছাড়া, আল আবরি ২০২৪ সালে ওমানের বিমান পরিবহন খাতের শক্তিশালী অগ্রগতির কথাও তুলে ধরেন। সিএএ সেই বছর ১০৫ মিলিয়ন ওমানি রিয়াল আয় করেছে, যা এর দক্ষ ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতার প্রমাণ।

তিনি জানান, ওমানের আকাশসীমা দিয়ে ৫৪০,৩০০টিরও বেশি বিমান চলাচল করেছে, যা ২০২৩ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি। যাত্রী পরিবহনে ২ শতাংশ এবং কার্গো পরিবহনে ১৫০,০০০ টন ছাড়িয়ে গেছে, যা এ খাতে চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!