ওমানের জনসংখ্যা ৫০ লাখ ছুঁয়েছে

0

মরুর দেশ ওমান সালতানাতের জনসংখ্যা ৫ মিলিয়ন ছাড়িয়েছে, দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন এ তথ্য দিয়েছে।

এনসিএসআই পরিসংখ্যান নির্দেশ করে যে, বুধবার পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ৫০ লাখ ৭৭২ জন। এর মধ্যে ওমানিরা ২৮ লাখ ৮১ হাজার ৩১৩ জন (৫৭.৬২ শতাংশ) আর বাকি ২১ লাখ ১৯ হাজার ৪৫৯ জন (৪২.৩৮ শতাংশ) বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী জনগোষ্টি ।

২০২০ সালের ডিসেম্বরের ই-শুমারির ফলাফল অনুসারে, ২০১০ সালের আদমশুমারি থেকে ১০ বছরে জনসংখ্যা ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Travelion – Mobile

জানুয়ারি মাসে, ওমানের সালতানাতে প্রতিদিন ৬,০৬২ টি জীবিত জন্ম (১৯৫.৫৪%) এবং ৮১৪টি মৃত্যু (২৬.২২%) হয়েছিল।

আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমান অনুসারে, সালতানাতের জনসংখ্যা ২০৪০ সালের মধ্যে ৮০ লাখ হবে, যা সমস্ত গভর্নরেট জুড়ে আরও আবাসন ইউনিটগুলিতে বিনিয়োগের প্রয়োজনীয়তা তৈরি করবে।

সর্বশেষ, এনসিএসআই পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের নাগরিক ৬ লাখ ৬৯ হাজার ৫৫৪ জন, ভারতীয় নাগরিক ৫ লাখ ৩৪ হাজার ২৪৪ জন এবং পাকিস্তানের নাগরিকরা ২ লাখ ৬৪ হাজার ৯৬০ দেশের বৃহত্তম অ-ওমানি বা প্রবাসী কর্মজীবী সম্প্রদায় গঠন করে।

ওমানের সালতানাত জিসিস-এর দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের ২১ তম স্থানে রয়েছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন