এয়ার অ্যাস্ট্রায় জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির বিজ্ঞপ্তি
চলতি বছরেই চালু হচ্ছে নতুন এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগের ধারাবাহিকতায় এবার ডকুমেন্টেশন অ্যান্ড রুট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : জুনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : অন্তত স্নাতক পাস করতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কম্পিউটার চালনায় পারদর্শী বিশেষ করে এমএস অফিস, ইমেইল কমিউনিকেশনে দক্ষ হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। বয়স ৩৫ হলেও সমস্যা নেই।
তবে পদ সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন যেভাবে : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন সিভি পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। মেইল সাবজেক্ট বক্সে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ আগস্ট, ২০২২