উড়োজাহাজের আবিস্কারক রাবণ, শ্রীলঙ্কার দাবি!

রাইট ভ্রাতৃদ্বয়, যারা বিংশ শতকে উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন-এত দিন এই সত্যই প্রতিষ্ঠিত। তবে এবার শ্রীলঙ্কা দাবি করেছে রাইট ভ্রাতৃদ্বয় নয়, প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন সনাতন ধর্মের মহাকাব্য রামায়ণে বর্নিত রাবণ!

গত বছরের সেপ্টেম্বরে সনাতন ধর্মের মহাকাব্য রামায়ণে প্রথম উড়োজাহাজের কথাটি উল্লেখ করা হয় বলে দাবি করেছিলেন ভারতের শিক্ষামন্ত্রী সত্যপাল সিং। সে সময় তার এসব কথা অবশ্য খোদ ভারতেও খুব একটা পাত্তা পায়নি। তবে এবার উড়োজাহাজ আবিষ্কার নিয়ে নতুন দাবি করেছে শ্রীলঙ্কা।

দেশটির সরকার বলেছে, রামায়ণে উল্লেখ করা উড়োজাহাজের উদ্ভাবক ছিলেন রাম নন, রামের প্রাণের শত্রু রাবণ। এ নিয়ে শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গবেষণার কাজও শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

Travelion – Mobile

শ্রীলঙ্কা সরকারের বিশ্বাস, প্রায় ৫০০০ বছর আগে বিশ্বে প্রথমবার আকাশপথে যাত্রা করেছিলেন রাবণ৷ রামায়ণের কাহিনি অনুযায়ী, শ্রীলঙ্কার শাসক ছিলেন রাবণ৷ আকাশপথেই তিনি সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন৷

ভারতের রামায়ণ মতে রাবণ “দুষ্টমতি” হিসেবে পরিচিত হলেও, শ্রীলঙ্কা কিন্তু রাবণের প্রতি শ্রদ্ধায় মাথা নত করে। রামায়ণ মতে, রাবণ পুষ্পক রথে করে সীতাকে নিয়ে আকাশপথে সমুদ্র পেরিয়ে শ্রীলংকায় পৌঁছান। এই লোক গাথায় বিশ্বাসী শ্রীলংকাবাসীও তবে সীতা হরণের বিষয়টিতে বিশ্বাসী নন তারা। তাদের দাবি, আকাশপথে উড়োজাহাজ চালনার পথিকৃৎ শ্রীলংকা দ্বীপের প্রাক্তন রাজা রাবণ।

হিন্দু মতে, রাবণকে দানবরূপে দেখা হলেও শ্রীলঙ্কায় রাবণকে ঘিরে নানা রহস্যময় লোকগাঁথা রয়েছে৷ দ্বীপরাষ্ট্রের সাবেক রাজা হিসেবে রাবণকে যেমন সেখানে শ্রদ্ধার চোখে দেখা হয়, তেমনই শ্রীলঙ্কার মানুষের বিশ্বাস অনুযায়ী, বিমান পরিবহণের পথিকৃতও ছিলেন রাবণই!

এবার এই দাবিকে স্বীকৃতি দিতে চায় শ্রীলঙ্কার সরকারও৷ সেই জন্য বিস্তারিত তথ্যানুসন্ধান ও গবেষণা চালিয়ে নিজেদের দাবির পক্ষে আরো জোরালো প্রমাণ জোগাড় করতে মরিয়া তারা৷ এরই মধ্যে শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এর জন্য সাধারণ মানুষের থেকে রাবণ সংক্রান্ত যে কোনো তথ্য, বই প্রমাণ আকারে থাকলে তা শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আবেদন করা হয়েছে৷

‘রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্য হারিয়ে যাওয়া ঐতিহ্য’ শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে৷ সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজ্ঞাপনে৷

করোনাময় বিশ্ব : কেমন আছেন স্পেনপ্রবাসী বাংলাদেশিরা

১৯ জুলাই, রবিবার – স্পেন সময় : বিকেল ৪.০০ টা, বাংলাদেশ সময় : রাত ৮.০০ টা অতিথি: খোরশেদ আলম মজুমদার , সভাপতি, বায়তুল মোকারম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটিফজলে এলাহী, সভাপতি, মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলামোহাম্মদ কামরুল, মানবধিকার কর্মী, বার্সেলোনা, স্পেন মোহাম্মদনাসিরুল ওয়াহাব অপু, স্প্যানিস অনুবাদক ও বিশ্লেষক, মাদ্রিদ, স্পেনসঞ্চালনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপকসমন্বয় ও সহযোগিতা : কবির আল মাহমুদ, লেখক ও সাংবাদিক

Posted by AkashJatra on Sunday, July 19, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!