লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মাঝআকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যাত্রী ও কেবিন ক্রু মিলিয়ে মোট সাত জন।
জানা যায়, যাত্রীদের মধ্যে হঠাৎই মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা দেখা দেয়। সোমবারের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ফ্লাইটে।
এআই ১৩০ নম্বর ওই ফ্লাইটে পাঁচজন যাত্রী ও দুই কেবিন ক্রু বিভিন্ন সময় বিমানে থাকাকালীন অস্বস্তিতে ভোগেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার বিবৃতিতে জানানো হয়, “লন্ডন হিথরো থেকে মুম্বইগামী এআই ১৩০ ফ্লাইটের যাত্রাপথে পাঁচজন যাত্রী এবং দুইজন কেবিন ক্রুর মাথা ঘোরা ও বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়।”
মুম্বইয়ে অবতরণের পর দেখা যায়, দুই যাত্রী ও দুই কেবিন ক্রু তখনও অসুস্থ। তাঁদের বিমানবন্দরের মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয় পর্যবেক্ষণের জন্য। পরীক্ষা-নিরীক্ষার পর পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, “বিমান নিরাপদে মুম্বইয়ে অবতরণ করে এবং আমাদের মেডিক্যাল দল প্রস্তুত ছিল প্রাথমিক চিকিৎসার জন্য। চারজনকে পর্যবেক্ষণে নেওয়া হয়, পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।”
এই ঘটনার তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি, তারা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) অর্থাৎ নাগরিক বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাকেও বিষয়টি জানিয়েছে।