তুরস্কের ইস্তানবুলে বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩ জন

তুরস্কের ইস্তানবুলে একটি বিস্ফোরণে কমপক্ষে ৬জন নিহত এবং ৫৩জন আহত হয়েছে। শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে জনপ্রিয় ইস্তিকলাল স্ট্রিটে এ বিস্ফোরণ ঘটে বলে। খবর খবর ডেইলি সাবাহ।

সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিটে, যেখান থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেখানে রাস্তায় নিথর দেহ পড়ে আছে।

Travelion – Mobile

ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাম্বুলেন্সে করে আহত লোকদের সরিয়ে নেয়া হচ্ছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জি -২০ সম্মেলনে যোগদানের জন্য ইন্দোনেশিয়া যাওয়ার আগে একটি সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের রাষ্ট্রীয় ইউনিটগুলি এই জঘন্য হামলার পিছনে দোষীদের খুঁজে বের করার জন্য কাজ করছে।”

“প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে যে, একজন মহিলা বিস্ফোরণে ভূমিকা রেখেছিলেন। গভর্নরের প্রাথমিক তথ্যের ভিত্তিতে, বিস্ফোরণটি সন্দেহজনক সন্ত্রাসবাদী কাজ হতে পারে”, তিনি বলেন।

Diamond-Cement-mobile

তুরস্কের প্রেসিডেন্ট আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, যারা তুর্কি জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালায় তারা ব্যর্থ হবে।

ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল কিংবা এটি কোনো বোমা হামলা কি না— এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। এতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

অন্যান্য ফুটেজে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক এবং পুলিশের উপস্থিতি দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন- ওই এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

ইস্তিকলাল অ্যাভিনিউ মূলত পথচারীদের চলাচলের সড়ক। প্রতিদিন প্রচুর মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। এই সড়কটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়। সড়কের দুই ধারে সারি সারি রেস্তোরাঁ ও দোকানপাট রয়েছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এর আগে ২০১৫ ও ২০১৭ সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ২০১৭ সালের বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!