আড়াই লাখ দিরহামসহ আমিরাতগামী যাত্রী আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দারা শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে আড়াই লাখ দিরহাম জব্দ করেছেন।

শনিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে বিদেশি মূদ্রাগুলো জব্দ হয়। যাত্রী মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ।

Travelion – Mobile

এভিয়েশনের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

তিনি জানান,মোহাম্মদ আলীর কাঁধে থাকা ব্যাগ থেকে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম; বাংলাদেশি টাকায় যার মূল্য ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা।

Diamond-Cement-mobile

মোহাম্মদ আলী এয়ার এরাবিয়ার জি নাইন-৫২৭ ফ্লাইটের যাত্রী ছিলেন। ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় মুদ্রাগুলো ছিল।

আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন।

২০১৮ সালের মার্চে পাসপোর্ট ইস্যু হওয়ার পর থেকে তিনি মোট ৬টি আন্তর্জাতিক রুটে চলাচল করেছেন।

আটক মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি সাতকানিয়ার আফজালনগরের ছদাহা এলাকায়। অভিযানে তার কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান বশির আহমেদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!