আল-আকসা সুপারমার্কেট এখন মিশিগানে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় প্রতিষ্ঠান আল-আকসা সুপারমার্কেট অ্যান্ড রেস্টুরেন্টের নতুন শাখা খোলা হয়েছে মিশিগানে।

মঙ্গলবার ওয়ারেন সিটির ১৩ মাইল হুভার রোডে সুবিশাল পরিসর এবং আধুনিক ও মানসম্পন্ন পণ্য সম্ভারের সুপারমার্কেটটির উদ্বোধন করেন প্রথম আসা ভাগ্যবান গ্রাহক। উদ্বোধনের দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সুপারমার্কেটটিতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ পর্যন্ত প্রায় সব পণ্যে বিশেষ মূল্যছাড়ের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এই অফার লুফে নিতে উদ্বোধনের দিন সহস্রাধিক ক্রেতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে কর্মীদের। প্রথম দিনেই সর্বোচ্চ ডিসকাউন্টে পণ্য কিনতে পেরে ক্রেতারা ছিলেন দারুণ খুশি।

প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, নিউইয়র্কের জনপ্রিয় আল-আকসা এখন মিশিগানের বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ সুপারমার্কেট। এখানে এক ছাদের নিচে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে সব ধরনের পণ্য কেনাকাটা করতে পারবেন। তাছাড়া, রয়েছে সুপরিসর গাড়ি পার্কিং সুবিধাও।

মাছ থেকে মিষ্টি, চাল থেকে চুলা, সুই থেকে সুতা— সবকিছুই মিলবে এখানে। নিত্যপ্রয়োজনীয় সব উপকরণ, কাঁচাবাজার, মাছ, মাংস ছাড়াও ফ্রোজেন আইটেম, বিভিন্ন ধরনের চাল-ডাল, আদা, রসুন, পেঁয়াজ, দেশি-বিদেশি ফলমূল, মুদি সামগ্রী, ক্রোকারিজ, ইলেকট্রনিক পণ্য, স্টেশনারি পণ্যসহ সবকিছুই মিলবে আল-আকসা সুপারমার্কেটে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!