আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।

২৫ জুলাই বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) পরিচালিত এই অভিযানে ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। যাদের প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারত এবং ৯ জন পাকিস্তানের।

এ নিয়ে দুই দিনে মোট ২০৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া।
একেপিএস-এর মতে, সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য এবং রেকর্ডসহ অভিবাসন প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে বিদেশিদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ৯৯ জনকে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসারে তাদের জন্মস্থানে ফেরত পাঠানো হয়।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানটি কেএলআইএ টার্মিনাল ১ মনিটরিং ইউনিটের নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং সহায়তা করে ইন্টিগ্রিটি ইউনিট। এতে ব্যাকগ্রাউন্ড চেক, ভ্রমণ নথি যাচাইকরণ এবং ব্যক্তিগত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল।

এর আগে, ২৪ জুলাই একইভাবে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!