আম্মান-ঢাকা সরাসরি ফ্লাইটের আবেদন জোরালো

“বাংলাদেশ-জর্ডান সম্পর্ক আরও শক্ত হবে, যদি আকাশপথে দূরত্বটা ঘুচে যায়”-এই কথাটি যেন বাস্তবে রূপ দিতে এবার সরাসরি ঢাকা-আম্মান বিমান যোগাযোগ চালুর প্রস্তাব উঠে এল এক গুরত্বপূর্ণ আলোচনায়।

গত ২৯ জুন সন্ধ্যায় রাজধানী আম্মানের বাংলাদেশ হাউজে জর্ডান-বাংলাদেশ মৈত্রী সংস্থার সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজের আলোচনায় এই আবেদন ওঠে আসে।

জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্ডানের সংসদ সদস্য ও মৈত্রী সংস্থার সভাপতি ড. আইমান আল-বাদাউই, সংস্থার অন্যান্য শীর্ষ সদস্য ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

Travelion – Mobile

নৈশভোজে দুই দেশের বন্ধন আরও দৃঢ় করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান বলেন, ” আম্মান-ঢাকা-আম্মান সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন সহজ হবে, তেমনি ব্যবসা ও পর্যটনেও আসবে গতি।”

জর্ডানের সংসদ সদস্য ও মৈত্রী সংস্থার সভাপতি ড. আইমান আল-বাদাউই ও  বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান
জর্ডানের সংসদ সদস্য ও মৈত্রী সংস্থার সভাপতি ড. আইমান আল-বাদাউই ও বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান

জবাবে ড. আল-বাদাউই আশ্বাস দেন, তিনি এই সপ্তাহেই জাতীয় বিমান সংস্থা রয়েল জর্ডানিয়ান এয়ারলাইন্সের সঙ্গে আলোচনায় বসবেন এই বিষয়ে।

Diamond-Cement-mobile

আলোচনায়, ড. আল-বাদাউই ও সংস্থার সহ-সভাপতি ইতিহাসবিদ ওমর আল-আরমুতি প্রস্তাব করেন—দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হোক, যাতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানো যায়।

বাংলাদেশের রাষ্ট্রদূত এই প্রস্তাব আন্তরিকভাবে গ্রহণ করেন এবং জানান, আগামী আগস্টের প্রথমার্ধেই সেমিনারটি আয়োজন করা হবে।

এছাড়া আলোচনায় উঠে আসে “জর্ডান-বাংলাদেশ বিজনেস কাউন্সিল” গঠনের বিষয়টিও, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

নৈশভোজ শেষে অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার।

অনুষ্ঠান শেষ হয় উপহার বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!