আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

নিহতদের একজন হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি গ্রামের মুহাম্মদ মনসুর (৩২), অন্যজন হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মো. আব্দুল আলিম (৪১)।

প্রথম দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে, আল হায়ার ব্রিজের কাছে। মুহাম্মদ মনসুরসহ ৮ জন বাংলাদেশি একটি নির্মাণ সাইট থেকে গাড়িতে করে আল আইন শহরে ফিরছিলেন।

Travelion – Mobile

প্রত্যক্ষদর্শীরা জানান, হাইওয়েতে চলার সময় একটি গাড়ি তাদের ওভারটেক করে হঠাৎ গতি কমিয়ে দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে পড়ে।

মনসুর গুরুতর আহত হলে হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের মধ্যে একজন এখনও আইসিইউতে চিকিৎসাধীন।

মনসুর পেশায় ছিলেন একজন রঙমিস্ত্রী। তিনি ৫ বছর ধরে প্রবাসে ছিলেন এবং আগামী মাসে দেশে ফেরার কথা ছিল। তার মরদেহ এখন আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা আছে।

পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনার জন্য দায়ী চালককে আটক করা হয়েছে এবং তার গাড়িও জব্দ করা হয়েছে।

Diamond-Cement-mobile

একই রাতে, আল আইন শহর থেকে ২৬ কিলোমিটার দূরের শেখ সাবরা এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি।

মো. আব্দুল আলিম নামের ওই বাংলাদেশি স্থানীয় একটি উট খামারে রান্নার কাজ করতেন। রাতে খামারের পাশে কাঁচা রাস্তায় হাঁটার সময় একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দেয়।

দুর্ভাগ্যজনকভাবে, গাড়িটি তার দেহসহ প্রায় আধা কিলোমিটার গিয়ে থামে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন ওমানি নাগরিক। তাকেও আটক করে গাড়ি জব্দ করা হয়েছে।

আব্দুল আলিমের বাড়ি মৌলভীবাজারে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তার মরদেহও আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা আছে।

পুলিশি তদন্ত শেষ হলে দুইজনের লাশই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

YouTube video

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!