আমিরাতে লটারিতে ৬৭ কোটি টাকা জিতে নিলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিহরাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা জিতে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম।

সোমবার (৩ মার্চ) দেশটির রাজধানীতে অনুষ্ঠিত বহুল আলোচিত ‘আবুধাবি বিগ টিকিট’ ড্রতে ভাগ্যবান হন ৪৪ বছর বয়সী এই বাংলাদেশি। জাহাঙ্গীরের বিজয়ী টিকিট নম্বর ১৩৪৪৬৮, যা তিনি ১১ ফেব্রুয়ারি কিনেছিলেন।

জাহাঙ্গীর গত তিন বছর ধরে তিনি বিগ টিকিট ড্রতে অংশগ্রহণ করেছেন। প্রতি মাসে ১৪ জন বন্ধুর সাথে টিকিট কিনতে অংশ নিয়েছেন।

Travelion – Mobile

জাহাঙ্গীর আলম জাহাজ নির্মাণশিল্প কর্মী হিসেবে ছয় বছর ধরে দুবাইতে আছেন। পরিবার দেশেই থাকে।

Diamond-Cement-mobile

অনুভূতি জানাতে গিয়ে জাহাঙ্গীর বলেন, “আমি গভীর প্রার্থনা ছিলাম যখন ফোন এলো, আমার বন্ধু অবিশ্বাস্য খবরটি জানাল। তারপর থেকে, আমি আনন্দে অভিভূত। কিন্তু এই জয়কে সত্যিই বিশেষ করে তোলে তা হল এটি কেবল আমার নয়; এটি আরও ১৪ জন এবং তাদের পরিবারেরও”।

জয়ের অংশ নিয়ে, জাহাঙ্গীর দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করার এবং তার বন্ধুদের সাথে এই উদ্যোগ ভাগ করে নেওয়ার স্বপ্ন দেখেন।

“আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি আমার গল্প অন্যদের এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে অনুপ্রাণিত করবে।”

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!