আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ লেডিস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (১৩ এপ্রিল) শারজা বারকোড রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিনী আবিদা হোসেন।

লিজা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অ্যাডমিন লাবণ্য আদিল, মডারেটর পারভীন জলি, মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, গ্রুপ এক্সপার্ট জাহিদা জাবিন, শারমিন রাখি, নওরীন রিম, তাকিয়া জাহান, নাজমা সুলতানা, সাথী আলি, ঈশিকা মাজহার, মোহসেনা তানিয়া, লিমা আকতার, প্রাণ গ্রুপের রুমা হাসানসহ আবুধাবি, দুবাই, সারজা, আজমান, রাস আল খাইমা থেকে আগত লেডিস গ্রুপের সদস্যরা।

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিতি
আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিতি

প্রধান অতিথি তার বক্তৃতায় সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রবাসে বাঙালি নারীরা ঐক্যবদ্ধ থাকা বিশাল ব্যাপার, এটি প্রবাসীদের জন্য, দেশের জন্য বিশাল পাওয়া। এক সময় বাংলাদেশি মহিলারা ঘর বন্দি ও একা থাকতেন। বর্তমানে লেডিস ক্লাবের মতাে সংগঠনগুলাের কল্যাণে বিদেশের মাটিতে কেউ আর একা নয়।

Travelion – Mobile

তিনি আরও বলেন, আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবেএকতাবদ্ধ হয়ে বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠানগুলো বড় আয়োজনে সুন্দরভাবে উদযাপন করে যাচ্ছে বাঙালি নারীরা, যা প্রশংসার দাবি রাখে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!