আমিরাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ত্রাণ বিতরণ

সংযুক্ত আরব আমিরাতের ফুজিরায় বন্যাকবলিত এলাকা মিরব্বা, গিতফা, চোরাইয়া, কালবা, চিকমকম, জিরায় বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের পক্ষ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

Diamond-Cement-mobile

গত ৩১ জুলাই এসব এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের প্রেসিডেন্ট মাহতাবুর রহমান নাসির সিআইপি, বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও বিজনেস কাউন্সিলের এক্সিউটিভ ডিরেক্টর আবুল কালাম সিআইপি, জাকির হোসেন চুটু, বিজনেস কাউন্সিল আজমানের সভাপতি জিল্লুর রহমান, বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক হোলাল উদ্দিন, ফুজিরা বিজনেস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক সুজন দাশ, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তাথিয়ামা কবির, জাকির হোসেন সিআইপি প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!