আমিরাতে প্রবাসীসহ ২,৪৯৯ বন্দীকে মুক্তির নির্দেশ

ঈদুল আযহা উপলক্ষ

ঈদুল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন প্রদেশের শাসকদের ঘোষণার ভিত্তিতে কারাগার ও সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছে নাগরিক-প্রবাসীসহ বিভিন্ন জাতীয়তার সাজাপ্রাপ্ত ২,৪৯৯ জন বন্দী।

রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৯৬৩ জন বন্দীকে কারাগার ও সংশোধনাগার থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মানবিক সিদ্ধান্তের আওতায় বন্দীদের মুক্তির পথে যেসব আর্থিক বাধ্যবাধকতা ছিল, তা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দুবাইয়ের শাসক আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার এবং শাস্তিমূলক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জাতীয়তার ৯৮৫ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুবাইয়ের চ্যান্সেলর এসাম ইসা আল হুমাইদান জানিয়েছেন, দুবাই পাবলিক প্রসিকিউশন, দুবাই পুলিশের সহযোগিতায়, শেখ মোহাম্মদের আদেশ বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে।

Travelion – Mobile

শারজাহের শাসক ড. শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি, ঈদুল আযহা উপলক্ষে শাস্তিমূলক ও সংশোধনমূলক প্রতিষ্ঠান থেকে ৪৩৯ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। শারজাহ পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আবদুল্লাহ মুবারক বিন আমের, শাসকের উদার আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা পারিবারিক সংহতি বজায় রাখার এবং পরিবারগুলিতে আনন্দ আনার প্রতি তার আগ্রহকে প্রতিফলিত করে।

Diamond-Cement-mobile

ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি, ঈদুল আযহা উপলক্ষে ফুজাইরার শাস্তিমূলক এবং সংশোধনমূলক প্রতিষ্ঠান থেকে ১১২ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফুজাইরাহ পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর-জেনারেল মোহাম্মদ আহমেদ বিন গানিম আল কাবি এই পদক্ষেপের জন্য শেখ হামাদকে ধন্যবাদ জানিয়েছেন, আশা করছেন যে এটি মুক্তিপ্রাপ্ত বন্দীদের নতুন জীবন শুরু করতে, তাদের সম্প্রদায়ে অবদান রাখতে এবং ভালো আচরণ প্রদর্শন করতে সক্ষম করবে।

এই উদ্যোগের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত বন্দীদের জন্য নতুন জীবন শুরু করার সুযোগ তৈরি হবে, পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সমাজে ক্ষমা ও সহমর্মিতার সংস্কৃতি জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এটি সংযুক্ত আরব আমিরাতের একটি বার্ষিক রীতি, যেখানে ঈদের মতো ধর্মীয় উৎসব উপলক্ষে বন্দীদের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শন করেন দেশের শাসকগণ।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!