সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম আরেক দফা কমলো।
বুধবার দেশটির জ্বালানি মূল্য কমিটি সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম ঘোষণা করেছে।
১ সেপ্টেম্বর থেকে সুপার ৯৮ পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৩.৪১ দিরহাম। গত মাসে এর দাম ছিল ৪.০৩ দিরহাম ।
স্পেশাল ৯৫ পেট্রোলের দাম প্রতি লিটারে ৩.৩০ দিরহাম হবে, যা আগস্টে ৩.৯২ ছিল।
ই-প্লাস ৯১ পেট্রোলের দাম প্রতি লিটারে ৩.২২ দিরহাম হবে। গত মাসে ৩.৮৪ দিরহাম ছিল।
ডিজেলর দাম প্রতি লিটারে ৩.৮৭ নির্ধারণ করা হয়েছে ৷