আমিরাতে জুলাই থেকে বাংলাদেশিরা পাবেন জাতীয় পরিচয়পত্র
সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি বছরের জুলাই মাস থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম চালু হবে।
প্রবাসীদের বহুদিনের দাবি ছিল জাতীয় পরিচয়পত্র যেন প্রবাস থেকেই পেতে পারেন৷
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির আজমানে প্রবাসী বাংলাদেশিদের ইফতার সমাবেশে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। ।
তিনি বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের শুরুতে দেশ থেকে একটি কারিগরি টিম আমিরাতে আসবে’।
“আমরা বলতে পারি প্রবাসীরা আগামী জুলাই থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড পাবেন”, তিনি যোগ করেন৷
বাংলাদেশি মালিকাধীন বিশ্বখ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস’র আয়োজনে ইফতার মাহফিলে ৫ হাজারেরও প্রবাসী বাংলাদেশির সমাগম হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সংযুক্ত আরব আমিরাতে ৭ রাজ্যে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। বাংলাদেশ রেমিট্যান্সে শীর্ষ তিনের মধ্যে রয়েছে আমিরাত।
তিনি বলেন, ‘আমিরাতে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন৷ দেশটিতে সাধারণ শ্রমিক শুধু নয় বর্তমানে ব্যবসা-বাণিজ্য, পেশাজীবীদের ভালো অবস্থান রয়েছে।’
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ