আন্তর্জাতিক রোড ফেডারেশন পুরস্কার জিতেছে রয়েল ওমান পুলিশ

রোড সেফটি (সড়ক নিরাপত্তা) বিভাগে প্রথম স্থান অর্জন করে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে রয়েল ওমান পুলিশ (ROP)। এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করেছে আন্তর্জাতিক রোড ফেডারেশন (IRF)।

গ্রিসের রাজধানী অ্যাথেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এতে ওমানের ট্রাফিক নিরাপত্তা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের জন্য আরওপি-কে স্বীকৃতি দেওয়া হয়।

এটি ওমানে আধুনিক ও বুদ্ধিমান পরিবহন ব্যবস্থার পথে এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Travelion – Mobile

এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন আরওপি-এর ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার আলী সুলেইম আল ফালাহি।

Diamond-Cement-mobile

এই অর্জনের পেছনে রয়েছে Huawei ওমানের সঙ্গে আরওপি-এর যৌথ উদ্যোগ। তারা মিলে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তি তৈরি ও বাস্তবায়ন করেছে।

এর মধ্যে রয়েছে AI-ভিত্তিক নজরদারি ব্যবস্থা, দুর্ঘটনার তাৎক্ষণিক বিশ্লেষণ, এবং ঝুঁকিপূর্ণ সড়ক এলাকা শনাক্ত করার প্রযুক্তি। এসব স্মার্ট প্রযুক্তি দুর্ঘটনার হার কমাতে ও জরুরি সেবা আরও দক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্বের অন্যতম সেরা পরিবহন অবকাঠামো সংস্থা আইআরএফ (IRF) এই পুরস্কার দিয়ে থাকে, যা বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মানিত।

রয়েল ওমান পুলিশের এই অর্জন ওমানকে প্রযুক্তিনির্ভর জননিরাপত্তা ব্যবস্থায় অগ্রগামী দেশগুলোর কাতারে স্থান করে দিয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!