আটকেপড়া বাহরাইনপ্রবাসীদের ফিরিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

করোনা মহামারির কারণে দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে বাহরাইন সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার ( ১৯ জানুয়ারি) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ অনুরোধ করেন।

সাধারণ ক্ষমার আওতায় আনুমানিক ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধিরও অনুরোধ করেন।

Travelion – Mobile

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সকলের জন্য বিনামূল্যে টিকা বিতরণের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।

এ ছাড়া বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় Foreign Office Consultation (FOC) শিগগির ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!