অস্ট্রিয়ায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

অস্ট্রিয়ায় করোনাক্রান্ত হয়ে অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি, বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব একেএম শওকত আলী মারা গেছেন।

শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় রাজধানী ভিয়েনার ভিলহেলমিনেন হাসপাতালে তিনি মারা যান।

২৬ অক্টোবর সর্দি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে শওকত আলী কে ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু শুক্রবার হঠাৎ করে আবার তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : অস্ট্রিয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদ!

কিশোরগঞ্জের সন্তান শওকত আলী সপরিবারে অস্ট্রিয়াতে বসবাস করছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শওকতের মৃত্যুতে অস্ট্রিয়া আওয়ামী লীগসহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!