অচল ফোনে স্বর্ণ পাচারের অভিনব চেষ্টা বিমানযাত্রীর!

যাত্রীর মোবাইলটি হাতে নিয়ে গোয়েন্দা কর্মকর্তা হতবাক! মোবাইল স্ক্রিন নিষ্ক্রিয়৷ সিমের সংযোগ নেই। ফোনটি বন্ধ, কিন্তু ওজনে একটু ভারী। কাভার খুলতেই বেরিয়ে এলো স্বর্ণের একটি বারকে পাতলা করে রাখা পাতটি।

মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী আবদুল কাদের রেজওয়ানের কাছ থেকে এভাবেই স্বর্ণের বার উদ্ধার করা হলো।

২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়েছিলেন এই যাত্রী। ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়া আগেই এনএসআই টিমের চ্যালেঞ্জের মুখে পড়েন। টার্মিনালের ৩ নম্বর গেট পার হওয়ার সময় এনএসআই সদস্যরা তাকে রুখতে সক্ষম হয়। পরে তল্লাশী করে মোবাইল থেকে উদ্ধার হয় স্বর্ণ।

Travelion – Mobile

রেজওয়ানের চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন। এ যাত্রী দুইটি বারের ঘোষণা দিয়ে আরেকটি কৌশলে পাচারের চেষ্টা করেছিলেন৷ তাই তাকে শুল্ককরের পাশাপাশি জরিমানাও দিতে হবে।

হাটহাজারীর মো. হাবিব উল্লাহ নামের আরেকজন দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগে ১৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

https://www.facebook.com/akashjatrabd/videos/621153568585274

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!